× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীতে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (৩ মে) সকালে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম মৃধা,ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলাল মাতুব্বর,সাবেক পৌর কাউন্সিলর রহমান হোসেন,পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মঞ্জু মৃধা এবং কমলাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

লিফলেট বিতরণকালে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। 

লিফলেট বিতরণ শেষে পথসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,সাবেক বানিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন,আগামীর রাষ্ট্র বিনির্মানে এবং দেশ সংস্কারে তারেক রহমানের ৩১ দফা দাবির কোন বিকল্প নাই।  এসময় তৃনমূলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিত থাকার পরামর্শও প্রদান করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.