পাবনা সদর উপজেলার সাদুল্লাপুরে রিমি ফার্মেসীসহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০১ মে) দিনগত রাত ১২ টার দিকে ইউনিয়নের শ্রীকোল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১২ টার দিকে বাজারের সেলুনের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে সেলুনের দোকান, ওষুধের দোকান রিমি ফার্মেসী, ইলেকট্রনিক ও কিটনাশকের দোকান পুড়ে যায়। খবর পেয়ে সুজানগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
রিমি ফার্মেসীর ডা. রেজাউল করিম বলেন, এশার নামাজের পর দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর মোবাইলের মাধ্যমে শুনি আমার পাশের দোকানে আগুল লেগেছে। বাড়ি থেকে দ্রুত এসে দেখি আমার দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। এরপর ফায়ার সার্ভিস আসতে আসতে দোকান পুড়ে ছাই হয়ে যায়। সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ১৩ লাখ টাকার ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নি:শ হয়ে গেছি। একদম জিরো হয়ে গেলাম।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডিসি অফিস ও ইউএনও অফিস বরাবর আবেদন করতে বলেছি। আমার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছি । সামনে সরকারিভাবেও সহযোগিতা করা হবে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম বলেন, এ ঘটনা জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।