× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবিতে বহিরাগত এবং সাবেক শিক্ষার্থীর প্রবেশ নিষিদ্ধ

ডেক্স রিপোর্ট ।

০৩ মে ২০২৫, ১৯:৪২ পিএম

ছবি : সংগৃহিত

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সাবেক শিক্ষার্থীসহ সকল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অফিসিয়াল কাজে আসতে পারবেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ সমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এই সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ০৩ মে ২০২৫ তারিখ, শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে স্ব স্ব পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।তবে বহিরাগত হিসেবে সাবেক শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত কি না এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, সাবেক শিক্ষার্থী যদি কেউ অফিসিয়াল কাজে আসে তাহলে তাকে অনুমতি দেওয়া হবে। তবে অবশ্যই অফিস চলাকালীন সময়ে আসতে হবে। বন্ধের দিনে কোনো সাবেক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একইসাথে বৈধ শিক্ষার্থীদের কোনো আত্মীয় বা অভিভাবক আসলে অবশ্যই রেজিস্ট্রি বুকে নাম এন্ট্রি করে ঢুকতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিবেচনায় এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহয়তা দরকার। যতটুকু সম্ভব কম অতিথি ক্যাম্পাসে নিয়ে আসতে হবে।

তবে বিভিন্ন ছাত্র সংগঠনে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, তারাও আমাদের ছাত্র। তারা এখনও বিভিন্ন মিটিংয়ে আসেন। এবিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সময় লাগবে। আমরা আলোচনা করে পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.