× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি।

০৩ মে ২০২৫, ১৯:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাল দখলের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছেন একভুক্তভোগী  নারী। শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের মরহুম আবি আবদুল্যার মেয়ে ফারজানা আক্তার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারজানা আক্তার বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে স্থাপনা তৈরী করতে গেলে বারবার হয়রানির শিকার হই। জমিটি মুসারখাল পাড়ে হওয়ায় খাল দখলের অভিযোগে কয়েকটি নিউজ পোর্টালে সংবাদ পরিবেশিত হয়।

এ নিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন ও কাগজপত্র যাচাই করে খালের সিমানা নির্ধারণ করে স্থায়ী সমাধানের দাবী করেন ভুক্তভোগী নারী।

তিনি আরও জানান ইব্রাহিম ছাড়াও আরো কয়েকজন সাংবাদিক কাগজপত্র ০যাচাই না করে মনগড়া সংবাদ পরিবেশন করে। এতে করে বারবার প্রশাসনিক ভাবে তিনি বাধার মুখে পড়েন। এই বিষয়ে অভিযুক্ত  ইব্রাহিমের বক্তব্য জানতে চেয়ে মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.