× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিতর্কিতদের নিয়ে থানা কমিটি গঠণের অভিযোগে বিক্ষোভ

রাজশাহী ব্যুরো।

০৩ মে ২০২৫, ২০:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দখলদার, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও ভূতপূর্ব আওয়ামী লীগারদের সমন্বয়ে গঠিত মহানগর, থানা, ওয়ার্ড কমিটি বাতিল, নিয়ম বহির্ভূত শোকজ ও বহিষ্কার এবং মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর করা আসামিদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে’ এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন থানা বিএনপির সাবেক সভাপতিরা অংশগ্রহণ করেন। সমাবেশে তারা বলেন, ‘মহানগর বিএনপি বিতর্কিতদের নিয়ে থানা কমিটি গঠন করেছে।’

তাদের অভিযোগ, নগরের রাজপাড়া থানা বিএনপির নেতাদের মদদে গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। কিন্তু এখন পর্যন্ত মহানগর বিএনপি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপির কে? তারা কখনও খোলা আকাশের নিচে কমিটি করেছে? কোনোদিনই করেনি। তারা কমিটি করত গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.