সোনারগাঁয়ের শীর্ষ ডাকাত ও ছিনতাইকারী জঙ্গি সোহানের প্রধান সহযোগী ডাকাত হাত কাটা আমজাদকে(২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ডাকাত হাতকাটা আমজাদকে গ্রেফতার করে সোনারগাঁ থানার এসআই(নিঃ) মোঃ সামরুল হোসেন, এসআই মোঃ ছারোয়ার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
কুখ্যাত ডাকাত/চাঁদাবাজ হাত কাটা আমজাদ রকি (২৮) সোনারগাঁ উপজেলার বারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান জানান আসামী হাত কাটা আমজাদ ওরফে রকি (২৮) এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হাত কাটা আমজাদ জানায় যে, তার সহযোগী ডাকাত চক্রের ১০ জন সদস্য সহ অন্যান্য ডাকাতদের নিয়ে সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি সহ সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় ডাকাতি করার কথা স্বীকার করে। আসামী হাত কাটা আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।