× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়ায় কবি আকাশ আহমেদের লেখা গ্রন্থের প্রকাশনা উৎসব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

০৫ মে ২০২৫, ১৫:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কবি আকাশ আহমেদের লেখা "ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা" এবং "মেঘ বলেছে বৃষ্টি হবে" নামক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) বিকালে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা সদরের ইছাখালীস্থ প্রেস ক্লাবের হলরুমে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ।

এ উপলক্ষে আয়োজিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া সরকারী কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার ছালেক সিকদার। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। 

শিক্ষক সুবর্ণা বড়ুয়া ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. ওমর আলী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবদুল মাবুদ, বাংলা বিভাগের প্রভাষক ইফতেখার হোসেন, চুয়েট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ্ কায়সার, শিক্ষক রহিম উদ্দীন সিকদার, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ জাহেদুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সাবেক যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়ছার, দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য ইসমাইল হোসেন নয়ন,জাহেদ হাসান তালুকদার,ত্যৈয়বুল ইসলাম, ফাহিম শাহরিয়ার,দেলোয়ার হোসেন রোশাই প্রমুখ। আবৃত্তি করেন নাজাত, মুসকান ও নোটন। 

উল্লেখ্য আকাশ আহমেদ ছোটদের ছড়া,  কিশোরকবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি তিনি বড়দের জন্যও বিস্তর লেখালেখি করেছেন। তিনি রাঙ্গুনিয়ার ভাস্কর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। এছাড়াও সম্পাদনা করেছেন চমচম্, ভাস্কর ও উচ্ছ্বাসের মতে পাঠক নন্দিত সাহিত্য পত্রিকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.