জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৩ দিন ঢাকার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শৈশব (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বালিজুড়ী বাজার এলাকার আতিকুর রহমান তোতার ছেলে।
গত ১২ এপ্রিল মাদারগঞ্জ থানার মোড় এলাকায় শৈশব মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে রোববার (৫ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শৈশব একজন শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার ঘনিষ্ঠ বন্ধু মো. সাগর বলেন, “সে আমার খুব ভালো বন্ধু ছিল। একসাথে স্কুল জীবন কাটিয়েছি। সে খুবই ভদ্র ও মেধাবী ছিল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”