নাটোরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্মবিরতি পালন করেছে।
দুই দফা তথা-বিচার বিভাগের জন্য সুধীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান'সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আজ ৫ মে সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, গত ৪ মে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা সত্ত্বেও এসোসিয়েশনের ন্যায্য দাবী বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে আজ এই কর্ম বিরতির কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়। আজকের পরে দাবি-দাওয়া না মানলে পরবর্তীতেই কেন্দ্র ঘোষিত যেকোন কর্মসূচি পালন করতে তারা বাধ্যতা হবে। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নাটোর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।