কালিয়ার কলাবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) ভোরে কালিয়ার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কান্দিপাড়া গ্রামের জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশী তৈরি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বল্লম, ৪ টি টেটা উদ্ধার করে সেনাবাহিনী। আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধার ও আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।