× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরাস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন, সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন বিষয়ে এক মতবিনিময় সভা আজ সকাল ১১:৩০টায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের বীর, মুক্তিযোদ্ধা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সভায় বক্তারা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সৌন্দর্য বর্ধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলতে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তাঁর বক্তব্যে বলেন, "স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি একটি জীবন গঠনের চর্চা। উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলে এখান থেকে আদর্শ নাগরিক তৈরি হবে।"

সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লা আশ্বাস দেন, স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ বিভাগ), জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা ও আঞ্চলিক স্কাউট কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান আলোচনা ছিল, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত সিসি ঢালাই রাস্তা ও কালভার্ট নির্মাণ ও মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত জায়গায় জলাধার নির্মাণের অনুমতি এবং প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি বসতবাড়ি উচ্ছেদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কাউট নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.