× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী এসোসিয়েশন  যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে কিশোরগন্জে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে কিশোরগঞ্জ আদালতের বিচার বিভাগের কর্মচারীরা।

সোমবার ৫ মে সকাল অফিস সময়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে জজ কোর্ট প্রাঙ্গণে অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের  বিচারবিভাগের সহায়ক বেতন ভাতা নিয়োগ  পদোন্নতি  প্রদানের দাবিতে এ কর্মবিরতি পালন করেন।

 কিশোরগঞ্জের জজ কোট প্রাঙ্গনে  ব্যানার নিয়ে  শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক বেতন ভাতা প্রদান বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস প্রথম ও ষষ্ঠ গ্রেডর পরবর্তী সপ্তম ও ১২ তম গ্রেড ভুক্ত যোগ্যতা অনুযায়ী প্রদান করার দাবি তুলেন। 

শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা জানান, সারাদেশে বিচারবিভাগে  বিভিন্ন  দপ্তরগুলোতে  গাড়ি চালক, পিয়ন, গার্ড সহ নানা পদে  কর্মচারীরা সেবা প্রদান করে আসছে। কিন্তু   কাজ করেও তারা বেতন বোনাস ও বিভিন্ন ছুটিসহ কোন সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না।
  
বক্তারা আরও বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । তাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.