× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

গোলাম কিবরিয়া ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ।

০৫ মে ২০২৫, ১৮:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। রোববার বিকালে সাতগাঁও চা বাগান মাঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) এর আযোজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-অনুমোদিত ৬টি একাডেমির অংশগ্রহণে নারী বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে জুম্মন লুসাই ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। এই ম্যাচে রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ২-১ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে শান্তনা মুন্ডা।


দ্বিতীয় ম্যাচে চৌধুরী শাহাবুদ্দিন আহমেদ (সিএসএ) ফুটবল একাডেমির মুখোমুখি হয় হবিগঞ্জ ফুটবল একাডেমি। এই ম্যাচে 
হবিগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে তন্নী আক্তার তমা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশাসক মাহবুব আলম পলো, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, এসএইচআই শ্রীমঙ্গল এর ইনচার্জ ঝিনুক বৈদ্য প্রমুখ।

আজ ৬টি দলের মধ্যে ৪টি দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (০৫ মে) ২টি দলের ম্যাচ হবে, এবং দলটি সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে। আগামী (০৮ মে) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারী অ্যাম্পিউটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য হলো মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা, সামাজিক বৈষম্য কমানো এবং নারী ক্রীড়াকে এগিয়ে নেওয়া।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.