× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারের আলোচিত খাস জমিতে দুদকের হানা

অন্তর দে বিশাল, কক্সবাজার প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় জাল দলিল ও খতিয়ান তৈরি করে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ মে) দুপুরে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু সাংবাদিকদের বলেন, সরকারি খাস জমিতে জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার অভিযোগে আমরা অভিযান পরিচালনা করি। প্রাথমিক অনুসন্ধানে জমি দখলের বিষয়টি প্রমাণিত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বিস্তৃত ২০০০৩ দাগভুক্ত ৩৯ দশমিক ৭৮ একর জমি সরকার ২০১৮ সালে খাস জমি হিসেবে ঘোষণা করে। এর মধ্যে ২ দশমিক ৩ একর জমি ১ নম্বর সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত। বর্তমানে এ দাগে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি নেই।

এই জমি নিয়ে সাচ্চিদানন্দ সেন গুপ্ত নামের একজন ব্যক্তি হাইকোর্টে একটি রিট মামলা (নং ১০৬৫৭) দায়ের করেন। এর বিপরীতে কক্সবাজার ভূমি অফিস ২০২৪ সালে সুপ্রিম কোর্টে আপিল করে (মামলা নং ৩৭২৯/২০২৪)। এতে আদালত ২০২৪ সালের ১০ নভেম্বর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সেই স্থগিতাদেশ বর্ধনের আবেদন করা হলেও তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

মামলা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সুগন্ধা এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর প্রকাশিত হয়। এ নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হলে দুদক মাঠে নামে এবং অভিযান চালায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.