চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ৮ দিন পর ৯ম শ্রেনীর ২ শিক্ষার্থী উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ ৷
উপজেলার পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা ও আমেনা নামে এই দুই শিক্ষার্থীকে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উদ্ধার করা হয় ৷
সোমবার ৫মে নিখোঁজের বিষয়ে জানার জন্য পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি ৷ এক প্রশ্নউত্তরে কিছু জানেন না বলে স্থানীয় সাংবাদিকদের কে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ ৷
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রবিউল হক জানান, গত ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা ও আমেনা নিখোজ হয়ে যায় পরে তাদের অভিবাবকরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার প্রেক্ষিতে উদ্ধার কাজ পরিচালনা করে নারায়ণগঞ্জের সাইন বোর্ড এলাকা থেকে এই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে গত ৪ মে রোববার মতলব উত্তর থানা পুলিশ তাদের অভিবাবকের কাছে ফিরেয়ে দেন ৷
নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদে পড়া লেখার জন্য অভিবাবকরা চাপসৃষ্টি করায় বাড়ী থেকে পালিয়ে যায় বলে জানান এই দুই শিক্ষার্থী ৷
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সকল বিদ্যালয়ে একটি নিয়ম থাকা দরকার কোন শিক্ষার্থী ২/ ৩দিন অনুপস্থিত থাকলে তাদের খোঁজখবর নেওয়া উচিত শিক্ষকদের ৷ সেই সাথে শিক্ষার্থীরা কোন কারনে বিদ্যালয়ে না গেলে শিক্ষকদের কেও জানানো উচিত অভিবাবকদের ৷
শিক্ষক এবং অভিবাবকরা আগে থেকেই সচেতন হলে অনাকান্খিত দূর্ঘটা এড়ানো সম্ভব ৷ এব্যাপারে সকল বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে আমরা একটি মিটিং করবো এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা প্রধান করা হবে ৷