কক্সবাজার সদরে এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন ‘আল্লাহ ওয়ালা’ হ্যাচারি থেকে আলী আকবর (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর সদর উপজেলার খুরুশকুল কুলিয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত দানু মিয়ার ছেলে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হ্যাচারির মালিক জাহাঙ্গীর কাশেমের ছেলে রায়হান কাশেমকে ধাওয়া করে মারধর করে। পরে হ্যাচারিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হান কাশেমসহ দুইজনকে হেফাজতে নেয়।
এর আগে রায়হান কাশেম দাবি করেন, নিহত আলী আকবর ও আরও একজন ব্যক্তি রাতে হ্যাচারিতে মাছ চুরি করতে আসে। তাদের আটকে দিতে গেলে আলী আকবর নাইটগার্ডকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। তখন আত্মরক্ষার্থে নাইটগার্ড লাঠি দিয়ে প্রতিআক্রমণ করলে ঘটনাস্থলেই আলী আকবর মারা যান।
অন্যদিকে, নিহতের স্বজনরা রায়হানের দাবি প্রত্যাখ্যান করে জানান, পূর্বপরিকল্পিতভাবে আলী আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, এর আগেও তাকে একইভাবে ডেকে নিয়ে মারধর করা হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে থাকা দুজনের চিকিৎসা চলছে। এজাহার পেলে দ্রুত আইনি প্রক্রিয়া অনুসরণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।