× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় যুবদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

মানিকগঞ্জ প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাটুরিয়া উপজেলা শাখা কর্তৃক দড়গ্রাম ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।

আজ সোমবার ৫ মে তারিখে যুবদলের সাটুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজার স্বাক্ষরে নোটিশটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে  দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অবৈধ ব্যবসা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এসব কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.