ছবিঃ সংগৃহীত।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রাম থেকে নিখোঁজের ১০ দিন পরেও সন্ধান মেলেনি নিঝুম (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের। নিখোঁজ সন্তানের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও আত্মীয়স্বজন।
এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল বুধবার বিকেলে নিঝুমকে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে নিশ্চিন্তা বাজার এলাকায় হাতে একটি শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
নিঝুমের বাবা মোজ্জামেল বলেন, ২৭ এপ্রিল সকালে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসি। সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। ২৯ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করি। ১০ দিন পার হয়ে গেলেও এখনো কোনো খবর পাইনি। আমি প্রশাসনের সহায়তা চাই।
নিঝুমের দাদা মাহফুজুর রহমান বলেন, প্রায় ১০ বছর আগে নিঝুমের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তখন সে মাত্র দুই বছরের ছিল। আমি তাকে লালন-পালন করেছি। তার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটির দেখভালের জন্যই তিনি তাকে আমার কাছে রেখে যান। এখন আমার নাতি নিখোঁজ — আমি প্রশাসন ও দেশবাসীর কাছে সাহায্য চাই।
বড়তারা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ঘটনার দিন জোহরের নামাজের পর সকল ছাত্র মাদ্রাসায় ছিল। তবে মাগরিবের নামাজের আগে নিঝুমকে আর পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে তার পরিবারকে জানানো হয়। মাদ্রাসা কমিটির সঙ্গে আমরাও খোঁজখবর চালিয়ে যাচ্ছি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) দীপেন্দ্র নাথ সিং বলেন, ঘটনার পর নিঝুমের বাবা থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh