× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় কৃষকদের প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে লাইট হাউজের সমন্বয় সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

আজ (৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও সফল চাষীদের হাতে ট্যাব হস্তান্তর করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

শুরুতে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম লাইট হাউজের পরিচিতি ও প্রকল্প উপস্থাপনা, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন। এ পর্যায়ে প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান'সহ অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.