× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জ বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা সম্মিলিতভাবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে

গোপালগঞ্জ প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগের কর্মচারীরা সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করেছে। 

আজ (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে এ কর্মবিরতি পালন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল  ও গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় শতাধিক কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মবিরতি পালন করে। 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি (জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা) মোঃ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির) মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সচিব খোন্দকার আবু সাঈদ প্রমুখ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাদেরকে বিচার বিভাগের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়াও গোপালগঞ্জ জেলা থেকে কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান কর্ম বিরতিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যে কোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে জেলা কমিটি প্রস্তুত রয়েছে বলেও কঠোর হুশিয়ারি দেন কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.