× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‌্যাগিংয়ের নামে রাবিতে ৫ ঘণ্টার মানসিক নির্যাতন

রাজশাহী ব্যুরো।

০৫ মে ২০২৫, ১৯:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের গুরুতর অভিযোগ এনেছেন একই বিভাগের দুই শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা গালিগালাজ, অশ্লীল কবিতা আবৃত্তি এবং অশালীন অঙ্গভঙ্গি করতে তাদের বাধ্য করেন। বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করেও অবশেষে জানাজানি হওয়াতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা নিন্দা জানিয়েছেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাদের মানসিক নির্যাতন চালানো হয়। রোববার (৪ মে) দুপুরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন তারা।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন, মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান ও শাহাদাত হোসেন। আর ভুক্তভোগীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগকারীরা জানান, ঘটনার সময় আরও ২০-২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা ছাড়া আরও কয়েকজন এই র‌্যাগিংয়ের শিকার হয়েছেন। তবে নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে তারা অভিযোগ করতে আসেননি।

লিখিত অভিযোগে বলা হয়, “আমাদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ, অশ্লীল কবিতা আবৃত্তি এবং অশালীন ভঙ্গিমায় শারীরিক অঙ্গভঙ্গি করানো হয়। এমনকি কুকুরের মতো আচরণ করতেও বাধ্য করা হয়।”

অভিযোগকারীদের দাবি, তারা এসব করতে অস্বীকৃতি জানালে বাবা-মা ও পরিবারকে নিয়ে কটূক্তি করা হয় এবং মোবাইল ফোন জমা রেখে কোনো প্রমাণ রাখতে না দেওয়ার ব্যবস্থা করা হয়।

অভিযুক্ত গোলাম রাব্বী দাবি করেন, “এটি কোনো র‌্যাগিং ছিল না। আমাদের বিভাগ একটি টুর্নামেন্ট জেতায় জুনিয়রদের নিয়ে একটি খাওয়ার আয়োজন ছিল।”

অভিযুক্ত মাহাবুব হোসেনও অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমাদের কাছে ছবি ও ভিডিও আছে।” অন্য অভিযুক্তদের মধ্যে একজন ফোন বন্ধ রেখেছেন, অপর একজন ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে অভিযোগটি সত্য বলে মনে হয়েছে। অভিযুক্তসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.