× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে বেকারি অংশীজনের মতবিনিময় সভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ২০:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে বেকারি অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ মে) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ মতবিনিময় সভায়সভাপতিত্ব করেন  গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ডঃ. মোঃ রুহুল আমিন সরকার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী, জেল খাদ্য কর্মকর্তা, জেলা বিএসটিআই কর্মকর্তা, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, মর্ডান বেকারীর স্বত্বাধিকারী কবীর গাজী, গোপালগঞ্জ ভাই ভাই বেকারির ম্যানেজার পান্নু শেখ, আদর্শ বেকারীর স্বত্বাধিকারী আরিফ সরদার, শাহী ফুডস এন্ড ব্রেড ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশীজনদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকার শোনেন এবং সংশ্লিষ্টদেরকে তা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেই সাথে জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি সকল বেকারী মালিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রতিটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেখানে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশের জন্য মানসম্মত হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। এসময় তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে জেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় স্থাপিত  কয়েদিদের দ্বারা পরিচালিত  অলাভজনক "ইহসান" বেকারীর জন্য একজন দক্ষ সেইফ/ কারিগর খুঁজে দেওয়ার জন্য বেকারীর মালিকদের নিকট অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.