× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল

তানোর (রাজশাহী) প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ২০:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আব্দিপুর মাঠে অসহায় কৃষকের প্রায় ৪ বিঘা ফসলি জমি জবরদখল ও ফসল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।এদিকে জিবীকা নির্বাহের একমাত্র সম্বল হারিয়ে কৃষক আনছার আলী রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে।

এঘটনায় ইউপির কচুয়া গ্রামের কৃষক আনছার আলী (৬০) বাদি হয়ে একই গ্রামের মৃত নহির মন্ডলের পুত্র খোকা (৫৮) সহ ৭জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, কামারগাঁ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত আবুল হোসেন ধলুর পুত্র যুবলীগ নেতা রিমন আলীর নেতৃত্বে তার লোকজন এসব জমি জবরদখল করেছেন।

এদিকে ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়েছে,নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি (জেল নম্বর-২০৬,মৌজা-আব্দিপুর, শ্রেণী-ধানী, জমির পরিমান ৪ বিঘা ৮ শতক) তিনি তার পিতার ওয়ারিশ সূত্রে এবং ক্রয়সুত্রে এসব সম্পত্তি প্রায় ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।এমনকি ভুক্তভোগীর নামে এসব সম্পত্তির খাজনা-খারিজ ও ভুমি উন্নয়ন কর পরিশোধ চলমান রয়েছে।কিন্ত্ত বিবাদীগণ এসব সম্পত্তি জবর দখলে নিতে দীর্ঘদিন যাবত নানামুখী  অপতৎপরতা করে আসছে। এমনকি বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সম্পত্তি জবরদখলে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা ছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। সম্প্রতি বিবাদীগণ তার চার বিঘা জমির বোরো ফসল (ধান) জোরপুর্বক কেটে নিয়েছে।এনিয়ে বিবাদমান দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,অভিযোগ পাওয়া গেছে,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

এবিষয়ে আনছার আলী বলেন,তার সম্পত্তি বিবাদীরা জোরপূর্বক দখল ও ফসল কেটে নিয়েছেন।

তিনি অভিযোগ করায় এখন বিবাদীরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।এবিষয়ে জানতে চাইলে খোকা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা তাদের জমির ধান কেটেছেন।কিন্ত্ত আনছার আলী দীর্ঘদিন যাবত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বলেন,তাদের পক্ষে আদালতের রায় রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.