× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে, র‍্যাবের জালে ৪ প্রতারক আটক

এম এ কালাম, ময়মনসিংহ

০৫ মে ২০২৫, ২০:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে বিয়ে করায় এক যুবকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। এ সময় ৩টি স্মার্ট ফোন, নগদ ৩ হাজার ৯শ টাকা ও প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জ জেলার মো. মনির হোসেন (৩২)। এদের মাঝে মাহিন হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসাবে পরিচয় দেন।
সোমবার (৫ মে) বিকালে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে মুক্তাগাছা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সাথে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে ফুসলিয়ে গোপনে বিয়ের রেজিষ্ট্রি করে। বিয়ের বিষয়টি জানাজানি হলে বাদী তার মেয়েকে তার জামাইসহ বাসায় আসতে বলে। আসামী মো. মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অসঙ্গতি মূলক কথাবার্তা বলতে থাকে। তখন সে জানায়, তিনি র‌্যাব-১৪ ময়মনসিংহের সিও'র দায়িত্ব পেয়েছে।বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন। তখন তার মেজর আইডি কার্ডটি সঠিক নয় বলে জানতে পারেন বাদী। এ সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহ র‍্যাবের অধিনায়ক বরাবর অভিযোগ করেন। পরে র‍্যাবের একটি দল বাদীর বাসা থেকে মাহিন হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ র‍্যাব-১৪'র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশির মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.