মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি-জমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরীফ চোকদার (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ২মে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেয়টখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শরীফ চোকদার বর্তমানে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, কেয়টখালী মৌজায় পৈত্রিক সম্পত্তি নিয়ে শরীফ চোকদারের সঙ্গে তার চাচাতো ভাই সালাউদ্দিন চোকদার গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও পাল্টাপাল্টি মামলা চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার শালিসে নিষ্পত্তির চেষ্টা হলেও শালিসদার আজাহার আলীর পক্ষপাতিত্বে তা ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত শরীফ চোকদার থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার সকালে ধান কাটার জন্য কৃষাণ নিয়ে জমির দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে শালিসদার আজাহার আলীর বাড়ির সামনে পৌঁছালে আজাহার আলীর নেতৃত্বে ইয়াছিন খালাসী, মৃত রশিদ খালাসীর ছেলে আলমগীর, মৃত সফি চোকদারের ছেলে সালাউদ্দিন এবং ওসমান চোকদারের ছেলে রহিম চোকদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে শরীফ চোকদার গুরুতর আহত হন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে অভিযুক্ত শালিসদার আজাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য না করে ফোন কেটে দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।