× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ দোহাজারীতে ছাত্রসেনার সড়ক অবরোধ কর্মসূচি পালিত

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ২১:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ মে (সোমবার) সকাল ৯ টা থেকে দোহাজারী পৌর সদর এলাকায় মহাসড়কের উপর বেলা সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। গত ২৭ এপ্রিল গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়।

এ প্রতিবাদে চন্দনাইশ দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ছাত্রসেনা, যুবসেনা,  ইসলামী ফ্রন্ট। ডা. কলিম উদ্দীনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফরুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়  মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, কাজী শাহাজাহান, আব্দুল মোমেন লাভলু, শরফত আলী, মুহাম্মদ জাকি খাঁন, খয়ের আহমদ রুবেল, রাজিব রিফাত, সেনা নেতা আনোয়ার হোসাইন, সেকান্দর হোসেন, মিজানুর রহমান, মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদ, জাকের হোসাইন ফারুখী, মুহাম্মদ মোসলেহ উদ্দীন শাকিল, মুহাম্মদ আয়ুব আলী, মুহাম্মদ নুরু হোসাইন, মো. শাহাদাত হোসেন চৌধুরী, আরমান হোসাইন, মুহাম্মদ সাইমুন হাসান জিকু, জুবায়ের মুহাম্মদ জিসান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.