× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩ অটোরিকশা উদ্ধার

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৬ মে ২০২৫, ১৪:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ৩ টি অটোরিকশা  (সিএনজি) উদ্ধার করা হয়েছে।সোমবার (০৫ মে)  বেলা ২ টার দিকে স্থানীয়দের ও সিএনজি মালিকের সহযোগিতায় উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন-  ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদীর ছেলে নাহিদ আহমদ (২০), গোয়ালাবাজার ইউনিয়নের শষার কান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২১), তাজ পুর ইউপির ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম (১৯) ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রামে মৃত বাছির উদ্দিনের ছেলে  মাসুম আহমদ (১৯)।

জানা যায়, সিলেটের বরইকান্দি এলাকার মিসেস হাজেরা আক্তারের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিন চুরের তথ্যের ভিত্তিতে এস আই মো.মাসুদ পারভেজ অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে ২ টি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করেন। চোরেরা জানিয়েছে তারা বিক্রি করতেই সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে আরও সিএনজি চুরি করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজত থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.