চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রীজ) এলাকার বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত ১৭নং সড়কে চলাচলরত অটোটেম্পুর চালক ও শ্রমিকদের নিয়ে গঠিত হয় চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১৩০৯/৮৭,এবার
চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ১৩০৯/৮৭ এর ২০২৫ইং নির্বাচন নিয়ে অনিয়ম ও বে-আইনীভাবে কারচুপির মাধ্যমে ফলাফল ঘোষণার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছেন।
সংগঠনের সদস্য নির্বাচনে সাইকেল মার্কা সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল বশর।
এ সময় তিনি চট্টগ্রাম সিনিয়র জেলা ও দারা জজ ২য় শ্রম আদালত বেগম জেবুননেছা আদালতে আই আর মামলা নং ১০/২০২৫ইং দায় করেন,এ সময় আদালত চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৩০৯/৮৭ এর উপর সমন ইস্যু করা হয়।
এদিকে সংগঠনের সদস্য নির্বাচনে সাইকেল মার্কা সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল বশর অভিযোগ উল্লেখ করেন, গত ২৭/০২/২০২৫ইং তারিখের আমার অনেক সমর্থন ও গণ-জেয়ারের পরেও নির্বাচিত হতে দেয়নি। প্রতিপক্ষ যুবলীগ নেতা রবিনের বিশাল অঙ্কের টাকার মাধ্যমে প্রশাসনকে কিনে নেয়,নির্বাচনী তণশীলে ভোট গ্রহণের কথা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত,কিন্তু তা হয়নি,পুলিশ অনুপস্থিতির কারণে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯ টা হতে।
নির্বাচনী গোপন বুথ কক্ষে বহিরাগতের আনা-গোনা অনেক,আমি অনেকবার পুলিশকে বলেও এর কোন প্রতিকার পায়নি,নির্বাচনী তপশীল ও বালাম বা ভলিউমের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। বহিরাগতরা ভোট দিয়ে যান,কিন্তু দুঃখের বিষয় অনেক প্রকৃত ড্রাইভার-শ্রমিক ভোট দিতে পারে নায়,যা পর্যাপ্ত প্রমাণ রয়েছে। উপ-নির্বাচনী কমিশনার মোঃ টিপু বহিরাগতদের ভোট দিতে বাধা দিলে পুলিশ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশের পাশে ২ ঘন্টা নাগাদ বসিয়ে রাখে যা সি সি ক্যামেরা ও বিভিন্ন ভিডিও ফুটেজে প্রমাণিত।ভোট গণনার সময় সকল স্থানে বিদ্যুৎ থাকলেও কিছুক্ষণের জন্য ভোট কেন্দ্রে বিদ্যুৎ ছিল না।ভোট গণনা ও ঘোষণা করার সময় নির্বাচনী উপ-কমিটি ও এজেন্ট থাকার কথা থাকিলেও কিন্তু তা 'হারিকেন' মার্কা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুবলীগ নেতা রবিনকে পাশে বসিয়ে ফলাফল ঘোষণা করেন শ্রমিক ফেডারেশনের নেতা মোঃ রহিম। এই প্রহসনের নির্বাচন ও অবৈধভাবে ঘোষণা শ্রমিক কোন ভাবে মেনে নিচ্ছে না।নির্বাচন অনিয়ম বিশৃঙ্খলা অবৈধ ফলাফল প্রকাশের কারণে চট্টগ্রাম জেলা প্রশাসক, লেবার ডাইরেক্টর অব ট্রেড ইউনিয়ন বরাবর লিখিত অভিযোগ জানিয়েছে সংগঠনের সদস্য নির্বাচনে সাইকেল মার্কা সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল বশর।
এ সব অভিযোগের বিষয়ে কথা হয় লেবার ডাইরেক্টর অব ট্রেড ইউনিয়নের পরিচালক গিয়াস উদ্দিনের সাথে তিনি জানান,আমরা অভিযোগ পেয়েছি আদালত আদেশ পেলেই ব্যবস্থা নেয়া হবে।