জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলামকে নিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা ও জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে । মঙ্গলবার (৬ মে) দুপুর আড়ায়টায় গুজবকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম।
জানা যায়, ২০১২ সালে উপ সহকারী প্রকৌশলী হিসেবে মাজেদুল ইসলাম যোগদান সততার সাথে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে জনস্বার্থে জামালপুর যোগদান করেন। এরপর ২০২৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকেই তিনি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সমাজে ও দাপ্তরিক ভাবে তাকে হেয় পতিপন্ন করার একটি চক্র নানা ভাবে পায়তারা করে আসছে। পাশাপাশি ক্ষতি করার জন্য বিভিন্ন গুজব ছড়াচ্ছে ৷
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা জনসবাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম জানান,ইতিপূর্বে যে যে জায়গায় কর্মরত ছিলাম সকল স্থানে সততার সাথে দায়িত্ব পালন করে এসেছি। ব্যক্তিগত ভাবে আমি কোনদিন রাজনীতিতে জড়ায়নি। কিছু অসাধু ব্যক্তির স্বার্থে আঘাত লাগার কারণে তারা আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র ও গুজব ছড়িয়ে যাচ্ছে। এই বিষয় গুলা নিয়ে গুজবকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান তিনি। তিনি আরো জানান, ফেসবুকে একটি চক্র আমার বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা তথ্য সাজিয়ে ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর পোস্ট করে যাচ্ছে এতে আমার সামাজিক ও দাপ্তরিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।