জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সিন্ডিকেটের অনুমোদনক্রমে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের দায়িত্বে ছিলেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।