× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

আরিফুল ইসলাম মামুন ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০৬ মে ২০২৫, ১৬:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট  (এনআইএলজি) এর আয়োজনে কিশোরগঞ্জের  ভৈরব  উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হযছে।

আজ মঙ্গলবার (৬ই মে) দুপুর  ১২ টায় ভৈরব উপজেলা হলরুমে  ১ মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হবে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন  , এসময়  ভার্চুয়ালি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফী , ভৈরব থানা ইন্সপেক্টর আবু তালেব , ডুকুমেন্ডশন অফিসার, মো: নাজিম উদ্দিন , উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,  উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুল রহমান, উপজেলা সমবায় অফিসার অফিসার রুবাইয় বেগম। 
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন  বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , ডুকুমেন্ডশন অফিসার, মো: নাজিম উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফী , এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে  উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.