সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ই মে) দুপুর ২:০০ ঘটিকায় চারিকাঠা পাঁচমৌজাবাসীর আয়োজনে চারিকাঠা দাখিল মাদ্রাসা সংলগ্ন লালাখাল চতুল রাস্তার পাশে বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ্আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল।
মানববন্ধনে মেসার্স খোদেজা বহুমুখী ফার্মের ইজারাকৃত দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করণ ও দীর্ঘ কয়েকযুগ ধরে স্হায়ীভাবে বসবাসকারী পরিবারদের নামে স্হায়ীভাবে সরকারি বন্দোবস্ত প্রদানের জোর দাবী করা হয়।
এ সময় বক্তারা বলেন ২০১১ সালে দ্যা মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারার ২৬ নং অনুচ্ছেদ অনুযায়ী লিজ নবায়ন না করা সহ সকল শর্ত ভঙ্গ করেছে। তাছাড়া দীর্ঘদিন যাবত লিজকৃত এলাকায় বসবাসকারী অধিবাসীদের সাথে যে সমঝোতা শর্ত দেয়া হয়েছিলো সেটাও লঙ্ঘন করা হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন এই অঞ্চলের মানুষ কয়েক পুরুষ ধরে বসবাস করে আসলেও নিজ দেশে রোহিঙ্গা শরনার্থীদের মত তাদের ভবিষ্যৎ অন্ধকার।
তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত মানুষ এই জায়গাগুলোতো বসবাসের উপযোগী সহ কৃষি ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে। তারা দাবী করেন সরকার কর্তৃক ইজারা যদি দেয়া হয় তাহলে স্হায়ী বন্দবস্তের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের যেন দেয়া হয়। এতে সরকারি সকল প্রকার কর, খাজনা দিতে তারা প্রস্তুত রয়েছেন। অন্যাথায় পুনরায় কোন বৃহৎ প্রতিষ্ঠানকে লিজ প্রদান করার কারণে এই এলাকার মানুষের পরবর্তী প্রজন্ম স্হায়ী বাসস্থানের অভাবে অন্ধকারের নিমজ্জিত হবে।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন হাফিজ জালাল উদ্দীন মেম্বার, ইউপি সদস্য মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল হান্নান,মাওলানা মইনুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন,মাওলানা কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শামসুল হক,মাওলানা আবদুল মালিক,কামাল আহমেদ, জহিরুল ইসলাম, মাহমুদ আলি,রফিক আহমেদ, ওমর আলি, তাজুল ইসলাম, নেছার আলি সহ অন্যান্যরা।