× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের তথ্য পাচারকারী ৪ সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি ।

০৭ মে ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের উপর সার্বক্ষণিক নজরদারি  করে একটি চক্র। সেনাবাহিনীর গাড়ি বিভিন্ন অভিযানের গেলে ক্যাম্প হতে বের হলে  তথ্য পাচার করে আসছে মহলটি। তারা দীর্ঘদিন ধরে মাটি কাটা অভিযানে যাওয়ার আগে সেনাবাহিনীর গাড়ি বের হলে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছে ভূমিদস্যদের।

গত মঙ্গলবার (৬ মে) রাত ১০টার থেকে রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নির্দেশে একদল সেনাবাহিনী বিভিন্ন পয়েন্ট হতে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন বলে জানা যায়। 

তথ্য পাচারকারীরা হলো, চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর জোয়ারা নগর পাড়া মৃত ছালেহ আহমেদের ছেলে মোঃ আব্দুল গফুর (৬২), কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কাঞ্চননগর মোঃ আলীর ছেলে মোঃ ফয়জুর রহমান (৪৫), কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আফজাল আলীর ছেলে  মোঃ জসিম (৩৬) ও কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৩৬)।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.