× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ রোহিঙ্গা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

০৭ মে ২০২৫, ১৬:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার ভাওয়ারকুরি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার ভোরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে শিশুসহ ১৪ জন অপরিচিত  নারী পুরুষকে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা এসে তাদেরকে আটক করে প্রথমে ভাওয়ালকুড়ি বিজিবি ক‍্যাম্পে নিয়ে যায়। পরে আটককৃতদের সোনাহাট বিজিবি ক‍্যাম্পে নিয়ে যাওয়া হয়।

চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়রা অপরিচিত ১৪ জন লোককে আটক করে আমার কাছে নিয়ে আসে পরে আমি বিজিবিকে খবর দেই। তারা সকলেই ভারত থেকে সীমান্ত পারি দিয়ে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে।

এদিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতরা রোহিঙ্গা বলে জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় " কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ভাওয়ালকুড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে অদ্য ০৭ মে ২০২৫ তারিখ আনুমানিক ৬ ঘটিকায় আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার হতে ১৪ জন বাস্তুচ্যুত মায়ানমার (FDMN) নাগরিক বিজিবি কর্তৃক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে ভালো কাজের আশ্বাষের ভিত্তিতে আটককৃত নাগরিকগণ কুড়িগ্রাম জেলায় আগমণ করে। তারা কক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয়নরত ছিলো। ঘটনার বিস্তারিত অনুন্ধানের কার্যক্রম চলমান রয়েছে"।

বুধবার বিকেল পৌনে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ১৪ জন রোহিঙ্গাকে আটকের খবর বিজিবি কর্তৃক মোবাইল ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত আটককৃতদের থানায় সোপর্দ করা হয়নি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.