× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগের আন্তর্জাতিক উপকমিটির উদ্যোগে ‘মুজিববর্ষ সোনার বাংলা মেলা’ আজ

কূটনৈতিক প্রতিবেদক

৩১ মার্চ ২০২২, ০৭:৫৬ এএম । আপডেটঃ ৩১ মার্চ ২০২২, ১৬:১৫ পিএম

বিদেশি কূটনীতিকদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে ঢাকায় গুলশান সোসাইটি পার্কে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির আয়োজনে শুক্রবার হতে যাচ্ছে মুজিববর্ষ সোনার বাংলা মেলা। তারই প্রস্তুতি চলছে। ছবি: সংবাদ সারাবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উদ্যোগে আজ শুক্রবার ( এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিববর্ষ সোনার বাংলা মেলা।

শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান গুলশান সোসাইটি পার্কে মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপস্থিত থাকবেন সরকারের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক পদমর্যাদার ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মকর্তাগণ, তাদের পরিবারবর্গ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মেলায়  বিদেশি অতিথিদের মাঝে আবহমান গ্রামবাংলার সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি, লোকজ আমেজকুটিরশিল্প, পুতুল নাচ, বায়স্কোপ, গ্রামীণ মেলার ঐতিহ্য, দেশীয় খাবার, লোকসংগীত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার অবয়ব ফুটিয়ে তোলা হবে। 

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উপকমিটির সদস্য সচিব . শাম্মী আহমেদের পরিকল্পনায় তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.