× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক এমপি প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

০৭ মে ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনে,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় গণমিছিল করেছেন তুহিন সমর্থক গোষ্ঠীর ব্যানারে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার(৬ মে)শেষ বিকেলে তুহিন সমর্থক গোষ্ঠীর আয়োজনে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে কয়েক হাজার নারী-পুরুষের একটি গণমিছিল বেড় হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের স্মৃতিসৌধ চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরির সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন,যুবদল নেতা তইবুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখ।এ সময় বক্তারা অবিলম্বে তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে বৃহত্তর রংপুর বিভাগে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন।এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।সেই থেকে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে তুহিন সমর্থক গোষ্ঠী, উপজেলা বিএনপি ও দশ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ,গণমিছিলসহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.