× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে বটবৃক্ষ কর্তনের ঘটনায় গাছ মালিককে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি।

০৭ মে ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে বটবৃক্ষ কর্তনের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করে বটবৃক্ষের মালিককে সঙ্গে নিয়ে মাদারীপুর সদর উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে। বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, গত ৫ মে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলমমীর কান্দি গ্রামের কুমার নদের খেয়া ঘাটে ‘শিরক’ আখ্যা দিয়ে স্থানীয় মুসুল্লীরা একটি পুরনো বটবৃক্ষ কর্তন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বটবৃক্ষ কর্তন বন্ধ করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তি মালিকানাধীন জমির বৃক্ষ জমির মালিক নিজ উদ্যোগে বিক্রি ও কর্তন করতে পারেন। শিরখাড়ার বটবৃক্ষটিও ওই জমির মালিক নতুন বাড়ি করার জন্য পাশর্^বর্তী শ্রীনদী বাইতুস সুন্নত ক্যাডেট মাদরাসার কাছে জ¦ালানি কাঠ হিসেবে বিক্রি করেন।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গীল আলমকে প্রধান ও শিরখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন ও শিরখাড়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাককে সদসদ্য করে ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন, মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বটবৃক্ষের মালিক সাত্তার হাওলাদারসহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.