রংপুরের বদরগঞ্জে দশ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি মোস্তাক আহমেদ (২৬) গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা এস আই জুয়েল ইসলাম। বুধবার (৭ মে) ভোরে রামনাথপুর ইউনিয়নের ফাটকের ডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।মোস্তাক আহমেদ রামনাথপুর ইউনিয়নের ফাটকের ডাঙ্গা এলাকার মৃত তোফিল উদ্দিনের ছেলে।
বদরগঞ্জ থানার এস আই জুয়েল ইসলাম বলেন, ২১ সাল শেরপুর থানার বগুড়ায় ফেনসিডিল সহ গ্রেপ্তার হন মোস্তাক আহমেদ। সাত মাস জেলে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকেন। আদালত আসামি মোস্তাক আহমদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। সেই মামলায় বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক আহমেদ নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।