ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নীচতলায় বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে দালালরা পালিয়ে যায়। দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশী করেন। তাঁরা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স তিন দিনের মধ্যে ঘুষ ছাড়াই প্রদান করার নির্দেশ দেন। অন্যথায় এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় দুদক।
এ সময় স্বচ্ছতার সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষকে কাজ করার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা। অভিযানকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান অফিসে ছিলেন না। তিনি পিরোজপুরেরও দায়িত্বে থাকায়, সেখানে ছিলেন বলে জানিয়েছেন। দুদক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দুদুক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, অভিযান চালিয়ে কিছু অসংগতি পাওয়া গেছে। এগুলো সমাধান করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সঠিক সময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না বলে অভিযোগ ছিল। আমরা প্রস্তুতকৃত লাইসেন্স তিন দিনের মধ্যে প্রদানের নির্দেশ দিয়েছি।