× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে সেনাবাহিনী'র পৃথক অভিযানে ৬৮০ টি ভরা সিলিন্ডারের বোতল জব্দ

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৭ মে ২০২৫, ২০:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ ও বরমা বাংলা বাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়’র নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। ৭ মে (বুধবারদুপুরে উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় অভিযান করে ৮০টি ভরা, ৫৮০টি খালি সিলিন্ডারের বোতল অবৈধ কাজে ব্যবহৃত ১টি হওয়া মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। অপরদিকে গত ৬ মে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়’র নেতৃত্বে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন।

স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে চন্দনাইশ বরমা বাংলা বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর স্থানীয়দের সহযোগিতায় বিকল করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযান পরিচালনা কালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.