চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ ও বরমা বাংলা বাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়’র নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। ৭ মে (বুধবার) দুপুরে উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় অভিযান করে ৮০টি ভরা, ৫৮০টি খালি সিলিন্ডারের বোতল অবৈধ কাজে ব্যবহৃত ১টি হওয়া মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। অপরদিকে গত ৬ মে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়’র নেতৃত্বে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন।
স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে চন্দনাইশ বরমা বাংলা বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর স্থানীয়দের সহযোগিতায় বিকল করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযান পরিচালনা কালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।