বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে শুক্রবার (৯ মে) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ‘তারুণ্যের সেমিনার ও সমাবেশ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হবে সেমিনার, যার শিরোনাম — ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় অংশ নেবেন দেশের ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আব্দুল্লাহ্-আল-মামুন, কর্নেল ইউনিভার্সিটির ড. জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগরের ড. নাহরিন খান, বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের মুনতাসির মুনীর, স্যানট্যান্ডার ব্যাংকের শাফকাত রাব্বী ও পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ।
এরপরদিন শনিবার (১০ মে) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দলের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণদের মতামত ও চিন্তা-ভাবনাকে যুক্ত করা। আলোচনা হবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার নিয়ে। এতে তরুণরা সরাসরি তাদের মত প্রকাশের সুযোগ পাবেন।
এ ধরনের আরও সেমিনার ও সমাবেশ আগামী দিনগুলোতে খুলনা, বগুড়া ও ঢাকায় অনুষ্ঠিত হবে। বিএনপির দাবি, দলটি সবসময় তরুণদের মূল্যায়ন করেছে, এবং এই কর্মসূচি তারই ধারাবাহিক বহিঃপ্রকাশ।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, দেশের গণমাধ্যমগুলো যেন এই ব্যতিক্রমী কর্মসূচির যথাযথ প্রচার ও কাভারেজ নিশ্চিত করে। এতে আগামী দিনের বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা ও চাহিদা নীতিনির্ধারণে গুরুত্ব পাবে বলেও জানান তারা।