× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎দীর্ঘ ১৬ বছর পর বদরগঞ্জ লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।

১৩ মে ২০২৫, ১৬:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎দীর্ঘ ১৬ বছর পর রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (১২মে) সারাদিন ভোট শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিটির আহ্বায়ক লিটন পারভেজের পরিচালনায় রংপুর জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন, রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে‌ লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট উচ্চ বিদ্যালয়ে বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে মামুদুজ্জামান সরকার নিপুল সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান নির্বাচিত করেন ভোটারা।

জানা যায়,বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক নির্বাচন মোট ৪শত ৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

‎বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, দলীয় নির্দেশে উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.