× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় তিন সদস্য‘র তদন্ত কমিটি, মামলা দায়ের

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ১৬:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

দলীয় অভ্যান্তরিণ কোন্দলের জেড়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল’র ওপর হামলার ঘটনার দুদিন পর ঘটনা তদন্তে তিন সদস্যর তদন্ত কমিটি করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

গত শুক্রবার ৯ মে রাতে শহরের আদালত সড়কের বনফুল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালকে চলন্ত সাইকেলের গতিরোধ করে ২০ থেকে ২৫ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়। এঘটনার নিন্দা জানিয়ে পর দিন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন গণমাধ্যমে বিবৃতি পাঠান। এর একদিন পর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর যৌথ স্বাক্ষরে গঠন করা হয় তিন সদস্য‘র তদন্ত কমিটি।

কমিটির আহবায়ক হলেন, মোয়াজ্জেম হোসেন মাতুক এবং সদস্য হলেন, আব্দুল ওয়ালী সিদ্দিকী ও এডভোকেট মামুনুর রশীদ। এতে তিন সদস্য‘র গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মুহিতুর রহমান হেলাল এর ভাই মশিউর রহমান বেলাল বাদী হয়ে সোমবার ১২ মে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখন তদন্ত হচ্ছে।    

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর কাছে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে জেলা বিএমপির বিবাদমান দুটি বলয়ের মধ্যে বিরোধ আর দ্ব›দ্ব আরো প্রকট আকার ধারণ করলো কী না এমন প্রশ্নে তিনি বলেন, দ্ব›দ্ব কেন, আমরা যে বিষয়ে সমাধান করে দিয়েছি সে বিষয় কেন শেষ হলোনা আমরা জানি না।  

উল্লেখ্য, গত ৯ মে রাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান ও মুহিতুর রহমান হেলাল সহ কয়েকজন সিনিয়ির নেতা শহরের চৌমুহনা এলাকায় বসে কথা বলছিলেন। সেখান থেকে মুহিতুর রহমান হেলাল মোটর সাইকেলে করে আদালত সড়কের দিকে বাসায় ফিরছিলেন। এসময় আদালত সড়কের বনফুল কমিউনিটি সেন্টারের সামনের সড়কে পৌঁছা মাত্র সাইকেলের গতিরোধ করে ২০ থেকে ২৫ জনের একটি দল তার উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলার পর ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় হামলাকারীরা। এর পর আহত মুহিতুর রহমান হেলালকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছালে রাতেই বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতাল এলাকায় অবস্থান নেন। এর আগে শহরের এম সাইফুর রহমান সড়কে কলেজ ছাত্রদল নেতা তাজুদুর রহমানের উপরও হামলা চালিয়ে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.