× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ পিকআপ আটক, চালক পলাতক

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ চোরাচালানের একটি বড় ধরনের প্রচেষ্টা ব্যর্থ করেছে থানা পুলিশের রাত্রীকালীন টহল টিম। সোমবার (১৩ মে) ভোররাতে অভিযান চালিয়ে তারা একটি পিকআপ ভর্তি ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে ভারতীয় মদ চোরাচালানের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে এনে একটি পিকআপে করে তা বহনের খবর পায় নালিতাবাড়ী থানার টহল টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাকারবারিরা পুলিশ উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায় এবং পিকআপ চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় করে পিকআপটির পেছনে ধাওয়া চালায়। একপর্যায়ে পিকআপটি নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে পালানোর সময় একটি খরের গাদায় ধাক্কা খেয়ে থেমে যায়। চালক তখন গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে এবং তল্লাশির সময় মাছ বহনের ড্রামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মদের বোতল দুটি ভিন্ন ব্র্যান্ডের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অভিযুক্ত পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাঝে মাঝেই মদসহ অন্যান্য চোরাচালান পণ্য প্রবেশের চেষ্টা হয়। তবে পুলিশের সক্রিয় অভিযানে অনেক সময় তা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.