× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গরুর খামার করে সফল সাইফুল

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ১৮:৪৩ পিএম । আপডেটঃ ১৩ মে ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কথায় আছে অদম্য ইচ্ছা শক্তি মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে যায়। কাড়ি কাড়ি অলস টাকা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে সফলতার ধারে যাওয়া যায় না। তাই মেধা আর প্রবল ইচ্ছাই মানুষকে তার স্বপ্নের বাস্তব সিঁড়িতে নিয়ে যায়। ঝালকাঠির রাজাপুরে উত্তর মনোহারপুর এলকার মৃত ফয়জুল হকের ছেলে সাইফুল ইসলাম।একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে উচ্চশিক্ষিত হয়েও চাকরি না করে সফল গরুর খামারি হয়েছে তিনি।

তিনি জানান, আমি ঢাকায় দুই হাজার আট সালের দিকে একটি কোচিং সেন্টারে শিক্ষাকতা করি হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পরে এজন্য ঢাকা থেকে গ্রামে চলে আসি পরে একটি টাইলসের দোকান দেই, এগারো সালের দিকে টাইলসে ব্যবসায় মন্দা দেখা দেয়। তখন আমি এই গরুর খামার দেই। এখন আমার খামারে ৭ টি গরু রয়েছে তার মধ্যে ৪ টি গরু কুরবানী ঈদে বিক্রয়ের জন প্রস্তুত আছে।

উপজেলা প্রানি সম্পাদের কর্মকর্তা বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে সার্বক্ষনিক তদারকি সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তার এমন উদ্যোগ দেখে স্থানীয় যুবকরা আগ্রহী হবেন বলে মনে করেন এ কর্মকর্তা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.