পাবনার ঈশ্বরদী বাজারের জাকের সুপার মার্কেটের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। মার্কেট মালিক কর্তৃক অযৌক্তিকভাবে মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ও চুক্তিপত্রের বাহিরে গিয়ে অবৈধভাবে ভাড়া বাড়ানোর চেষ্টার প্রতিবাদে শতাধিক ব্যবসায়ী মার্কেটের প্রবেশ পথে এ বিক্ষোভ করেন। এতে সময়িকভাবে বাজারে আসা ভোক্তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ১২ টা থেকে তিনটা পর্যন্ত জাকের সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা ও উচ্ছেদ নোটিশ প্রত্যাহার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাবেন বলেও হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
জানা গেছে, নিয়মানুযায়ী নির্দিষ্ট মেয়াদের চুক্তিপত্রের বাহিরে গিয়ে জাকের সুপার মার্কেট মালিক মাহাবুবুল হক বিশ্বাস বাবু অবৈধভাবে ব্যবসায়ীদের দোকানের ভাড়া বৃদ্ধি, এসি ভাড়া, অতিরিক্ত বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া সহ নানারকম অযৌক্তিক জুলুম চাপিয়ে আসছিল ব্যবসায়ীদের উপর। এমন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কোন ব্যবসায়ী প্রতিবাদ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে নানারকম মিথ্যা অভিযোগ এনে আ'লীগের প্রভাব বিস্তার করে তার উপর জুলুম ও মার্কেট থেকে উচ্ছেদ করার হুমকি-ধামকি দিতেন। সর্বশেষ চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে অস্বাভাবিক হারে পুনরায় ভাড়া বৃদ্ধির কারনে ব্যবসায়ীরা তার প্রতিবাদ জানালে মার্কেটের ১৫ জন ব্যবসায়ীকে অযৌক্তিক উচ্ছেদ নোটিশ প্রদান করেন। শুধু তাই নয় আদালতে পাঁচজন ব্যবসায়ীর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করে নানাভাবে হয়রানি করছেন মার্কেট মালিক মাহাবুবুল হক বিশ্বাস বাবু। ফলে এ উচ্ছেদ নোটিশ ও মামলা প্রত্যাহারের দাবিতে ও ব্যবসায়ীদের প্রতি এমন স্বেচ্ছাচারিতার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষুব্ধ কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের প্রতি এমন স্বেচ্ছাচারিতা সে দীর্ঘদিন যাবত করে আসছে। নিয়মনীতির তোয়াক্কা না করে যখন তখন ভাড়া বৃদ্ধি করে আমাদের উপর জুলুম করে। সর্বশেষ এ ব্যাপারে প্রতিবাদ করার কারনে আমাদের পাঁচজন ব্যবসায়ীদের বিরুদ্ধে আদালতে উচ্ছেদ মামলা দায়ের ও ১৫ জন ব্যবসায়ীকে উচ্ছেদ নোটিশ দিয়েছেন। তার এ অযৌক্তিক মামলা ও নোটিশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।
এ ব্যাপারে জানতে জাকের সুপার মার্কেটের মালিক মাহাবুবুল হক বিশ্বাস বাবুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান বলেন, শুনেছি চুক্তিপত্রের মেয়াদ ও ভাড়া বাড়ানো নিয়ে নাকি মার্কেট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে একটু বিরোধ চলে আসছে কিছুদিন যাবত। এটা নিয়ে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ ও মামলাও করা হয়েছে। তারই প্রতিবাদেই মুলত ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। বিষয়টি মার্কেট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে বসে সমাধান করার চেষ্টা করা হবে।