× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ২০:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতিস্বত্বার এক গৌরবময় প্রতীক। এই জাতীয় গৌরবকে সম্মান জানাতে কক্সবাজারে আয়োজন করা হয় “সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন” কর্মসূচী।

১৩ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায়, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সম্মিলিত ছাত্রজনতা, কক্সবাজার এর ব্যানারে আয়োজিত এই আয়োজনে কক্সবাজারের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, জাতীয় সঙ্গীত মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শ্রদ্ধাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, "আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী। যারা এসব অস্বীকার করে, আমরা তাদের অবস্থানকে প্রত্যাখ্যান করি।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.