× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে কৃষি ব্যবসা ও বিপণন বিষয়ক দু'দিনব্যাপী প্রশিক্ষণ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ২০:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে লাঘাটাছড়া পাবসস লিমিটেড কার্যালয়ে দুদিনব্যাপী কৃষি ব্যবসা বিপণন বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (১৩ মে) সম্পন্ন হয়েছে। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য, সদস্যাদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. সানিউল হক, প্রকল্পের টিম লিডার মশিউর রহমান, প্রকৌশলী মাহফুজুর রহমান। 

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. জয়নাল আবেদীন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. হাবিবুর রহমান, সোশিওলজিস্ট মাহবুবুর রহমান, কৃষি অফিসার মো. আকিব হাসান।

প্রশিক্ষণে ফ্ল্যাগশিপ প্রকল্পকৃত লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর সদস্যদের কৃষি ব্যবসা ও বিপণন বিষয়ক কার্যক্রম অবহিত করা হয়।
প্রশিক্ষণে লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি, হিসাব রক্ষক, কৃষি ব্যবসা ও বিপণন এবং কৃষি উপকমিটির নির্বাচিত সদস্যবৃন্দ, উপপ্রকল্প এলাকার নির্বাচিত পাবসস সদস্য কৃষকবৃন্দসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.