গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ বানিয়ারজানে অভিযান চালিয়ে ২৫২ পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। ১২ মে রবিবার রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বানিয়ারজানের মোঃ মেরাজ আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঐ বাড়িতে নিয়মিত মাদক বেচাকেনা হতো। অভিযানের সময় বাড়িটি তল্লাশি করে ২৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুই বেগম নামের একজন নারীকে আটক করা হয়।
পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জুই বেগম গাইবান্ধা শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বানিয়ারজান গ্রামের মোঃ মেরাজ আলীর স্ত্রী ।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটককৃত জুই বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রসেস চলছে।