ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মম ভাবে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বুধবার (১৪ মে) দুপুরে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন ও জাহিদুল আবেদীন সাগরের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ মিছিল পরবর্তী ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, সাইফুল ইসলাম জিকু, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সিফাত উদ্দিন শাহরিয়ার, সানী মজুমদার, কাজী মারুফ, সাইফুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ। এতে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।